ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। কয়েক বছর আগেই শাকিব খানের সঙ্গে তার বিয়ের এবং সন্তানের বিষয়টি সামনে আসে। সম্প্রতি নতুন করে আলোচনায় আসেন বিয়ের গুঞ্জনে। মূলত অভিনেত্রীর শেয়ার করা কিছু ছবি থেকেই এই গুঞ্জনের শুরু হয়। সেসময় অনেকেই জানতে চেয়েছেন, বুবলীর সঙ্গে বরের সাজে থাকা ছেলেটির নাম।

জানা গেছে, বুবলীর সঙ্গে থাকা ছেলে মডেলের নাম ওয়াসিফ খান। এ নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন এ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী নিজেই। বুবলী জানান, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা আগেই অনুমান করেছিলেন তারা। মূলত একটি ফটোশুটের জন্য এমন সাজ নেওয়া। আর এই আলোচনায় তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন এই অভিনেত্রী।
এরপর বুবলী এবং ওয়াসিফ খানকে আরও বেশকিছু ফটোশুটে একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি এই জুটি আকলিমা’স বিউটি পার্লারের জন্য ভালোবাসা দিবসের একটি ফটোশুটে অংশ নিয়েছেন। বারিশা হকের ভাবনায় এর কোরিওগ্রাফি করেছেন গৌতম সাহা।

গৌতম জানান, গল্পের প্রয়োজনে এবং দর্শকদের চাহিদার কারণেই আবারও বুবলী এবং ওয়াসিফ খানকে জুটি করা হয়েছে। আকলিমা’স বিউটি পার্লারের তিনটি আউটলুটে পাওয়া যাবে এই জুটির বিলবোর্ড।
আকলিমা’স বিউটি পার্লারের ফটোশুটে এরই মধ্যে অংশ নিয়েছেন বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, শখ, তানজিন তিশা, শবনম ফারিয়া, পারসা ইভানা, তানহা তাসনিয়া, রুকাইয়া জাহান চমক প্রমুখ।