শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

মালয়েশিয়াগামী বাংলাদেশিসহ ১৬ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

Spread the love

কক্সবাজারে টেকনাফে গোপন আস্তানা থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করা বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাসহ ১৬ জনকে উদ্ধার এবং এক দালালকে আটক করেছে নৌবাহিনী।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মোহাম্মদ আব্দুল্লাহ (২৫) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মোহাম্মদ গফুরের ছেলে।

নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন বলেন, বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকার গোপন আস্তানায় সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছু লোকজনকে জড়ো করার খবর পায় নৌবাহিনী। পরে অভিযান চালালে নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়।

পরে আস্তানাটিতে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি দুইজন নাগরিক রয়েছে। উদ্ধার হওয়া অন্যরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটক দালালসহ উদ্ধার হওয়া ভুক্তভোগীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, নৌবাহিনীর এ কন্টিনজেন্ট কমান্ডার।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় আটক এক দালালসহ মালয়েশিয়াগামী উদ্ধার হওয়া ১৭ জনকে থানায় আনা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে উদ্ধার হওয়া ভুক্তভোগীদের স্বজনদের কাছে ফেরত পাঠাতে ব্যবস্থা নেওয়া হবে।

আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ