“দেশের সংবাদে আমরাই প্রথম” স্লোগানে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো বাংলাদেশের বস্তুনিষ্ঠ সংবাদ ভিত্তিক অনলাইন পোর্টাল ” ডেইলি প্রথম বাংলাদেশে ” এর।
গতকাল ( ১৫ জানুয়ারি) রাজধানীর মহানগর প্রজেক্ট এর নিজ অফিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এর মাধ্যমে পথ চলা শুরু ” ডেইলি প্রথম বাংলাদেশে ” এর।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সভাপতি কামরুল হাসান দর্পণ, বাচসাসের সেক্রেটারি রাহাত সাইফুল

তাছাড়াও আরও উপস্থিত ছিলেন জিটিভির বার্তা সম্পাদক মেহেদী হাসান, বাচসাসের সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান রাশেদ, দৈনিক মানব কন্ঠের সাংবাদিক অচিন্ত্য চয়ন, আরটিভি স্টাফ রিপোর্টার মোহাম্মদ আশরাফুল আলম আসিফ, সাংবাদিক সেলিম শাকিব, ঢাকা টাইমস এর সাংবাদিক লিটন মাহমুদ, ” ডেইলি প্রথম বাংলাদেশ” এর উপদেষ্টা মন্ডলী এনামুল হাফিজ, সাংবাদিক রঞ্জু সরকার, সৈয়দ মোহাম্মদ মুস্তাকিম হোসেন, উপদেষ্টা সম্পাদক রিক্তা আক্তার।

পুরো অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন ডেইলি প্রথম বাংলাদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক আকাশ নিবির, স্টাফ রিপোর্টার আসিফ রহমান, পুষ্পা সাভেরা, স্টাফ রিপোর্টার ও সাব-এডিটর রেজাউল করিম শাকিল সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের জনপ্রিয় সাংবাদিক বৃন্দ।
