রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

বাংলাদেশে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগ করবে চীনের ‘লংগি’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

Spread the love

বিশ্বের অন্যতম বৃহৎ সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান ‘লংগি’ বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে অফিস স্থাপন ও সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রবিবার (১৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

গত ডিসেম্বর মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চীনের শীর্ষস্থানীয় কয়েকটি সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। এ সময় তারা বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনা করেন।

বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অধ্যাপক ইউনূস চীনা কোম্পানিগুলোকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সফরকারী কোম্পানিগুলোর মধ্যে অন্তত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ‘লংগি’ অন্যতম। তিনি আরও জানান, চীনা কোম্পানিগুলো শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ কার্যক্রম শুরু করবে।

এছাড়া, বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে একটি বিশেষ চীনা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও সুসংহত করবে। সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন এবং তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।

এছাড়া, ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করবে।

সর্বশেষ - খেলাধুলা