রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

প্রকাশ পেল মুনিয়া মুন’র ‘আইবা কইয়া আজ নিশিতে’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ণ

Spread the love

এ প্রজন্মের কণ্ঠশিল্পী মুনিয়া মুন। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি ‘আইবা কইয়া আজ নিশিতে’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ পেল। সজীব অধিকারীর কথায় গানটির সুর প্লাবন কোরেশী সংগীত আয়োজনে করেছেন মিজানুর রহমান বাদশা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোহেল তালুকদার ও এস এইচ সাকিব।মৌ টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল।

এ প্রসঙ্গে কন্ঠশিল্পী মুনিয়া মুন বলেন, ‘গানটির কথাগুলো চমৎকার। সজীব অধিকারী লেখার মধ্যে একটা দরদ আছে। গানটি মুক্তি পেয়েছে আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

গীতিকার সজীব অধিকারী বলেন, ‘এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি লেখা। মুনিয়া মুন ভালো গেয়েছেন। আশা করছি দর্শক ভালো ভাবে নিবে।

সোহেল তালুকদার ও এস এইচ সাকিব বলেন, ‘গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ করা হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।

সর্বশেষ - খেলাধুলা