বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

রাজধানীতে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা–ফোন নিয়ে গেল ছিনতাইকারীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর মালিবাগে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও কুপিয়ে টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। প্রতীকী ছবি: ইনডিপেনডেন্ট

রাজধানীর মালিবাগে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও কুপিয়ে ৪৫ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে এই ছিনতাই হয়। পরে আহত অবস্থায় শিক্ষার্থী আবু রায়হান ইভানকে (২২) উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাঁকে।

আহত আবু রায়হান ইভানের বাড়ি কিশোরগঞ্জ সদর থানা এলাকায়। বর্তমানে ঢাকার কলাবাগান নতুন থানার বিপরীত পাশে একটি ভবনের ছয় তলায় ভাড়ায় থাকেন এবং মালিবাগের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিআইএসটি) পড়াশোনা করেন।

শিক্ষার্থী আবু রায়হান ইভান জানান, মালিবাগের একটি বিকাশের দোকান থেকে টাকা তুলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাঁকে। এ সময় তাঁর কাছে থাকা সেমিস্টার ফির ৪৫ হাজার টাকা ও একটি নোকিয়া মোবাইলফোন নিয়ে যায় তারা। 

আবু রায়হান বলেন, ‘আমি বিআইএসটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টারে পড়ি। সেমিস্টার ফাইনাল দেওয়ার জন্য আজ বিকাশ থেকে ৪৫ হাজার টাকা তুলে নিয়ে যাওয়ার সময় চার যুবক ধারালো অস্ত্র নিয়ে আমার গতিরোধ করে। তারা আমাকে কুপিয়ে আমার কাছে থাকা ৪৫ হাজার টাকা ও প্রায় এক লাখ টাকা দামের একটি নোকিয়া মোবাইল ফোন নিয়ে যায়। পরে আমার বন্ধুকে খবর দিলে সে এসে আমাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমি পরীক্ষা দিতে পারব কি না; আমার সেমিস্টার ড্রপ হয়ে যাবে– সেটাই এখন বড় চিন্তার বিষয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাঁর কাছে থাকা সেমিস্টার ফির ৪৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থী। তাঁর শরীরের বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিন্ন রয়েছে। বর্তমানে জরুরি বিভাগের তাঁর চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

সর্বশেষ - খেলাধুলা