শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন আমির খান!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

Spread the love

এর আগে দুইবার পেতেছেন সংসার। দুইবারই বিবাহবিচ্ছেদ হয়েছে। প্রাক্তন স্ত্রীদের সঙ্গে অবশ্য সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক মজবুত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও পেশাগতভাবে কাজ করেন। গত বছর তার মেয়ে আইরা খানের বিয়ের সময় দুই স্ত্রীর সঙ্গেই অংশগ্রহণ করেছিলেন তিনি। সেইসব ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

আনন্দবাজার বলছে, আমিরের জীবনে আরও এক নতুন এক নারী এসেছেন। আর তার সঙ্গে সম্পর্কের কথাও শোনা যাচ্ছে।

২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর একাধিকবার ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছে আমির খানের। ‘দঙ্গল’ ও ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলেও গুঞ্জন ছিল। তবে বর্তমানে সেই সম্পর্কের ছন্দপতন ঘটেছে। এখন আমিরের জীবনে নতুন প্রেম এসেছে বলে শোনা যাচ্ছে। সেই প্রেম বিয়ের দিকে এগুচ্ছে।

সূত্রের খবর, আমিরের নতুন প্রেমিকা বেঙ্গালুরু নিবাসী। ইতিমধ্যে তার পরিবারের সঙ্গে বিয়ের আলাপ সেরেছেন আমির। অভিনেতাকে তার নতুন সঙ্গীর পরিবারের সকল সদস্য খোলামনে গ্রহণ করেছেন। যদিও আমির এখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে সকলের মাঝে উত্তেজনা তৈরি হয়েছে নতুন সম্পর্ক নিয়ে।

সর্বশেষ - খেলাধুলা