মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

প্রকাশ পেয়েছে সেলিম রেজার “তোরে এক দেখাতে মনে ধরেছে”

প্রতিবেদক
Razaul Karim Shakil
জানুয়ারি ২৮, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গত ২৫ জানুয়ারি ‘এমকে মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় নতুন মিউজিক ভিডিও ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’।

মিউজিক ভিডিওটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শিরিন শিলা ও হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি। সালাউদ্দিন সাগরের কথা ও এএন ফরহাদের সংগীতে গানে কন্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি। নৃত্য পরিচালনা করেছেন হাবিব রহমান।

মিউজিক ভিডিওটি নিয়ে তরুণ নির্মাতা সেলিম রেজা বলেন, অসম্ভব সুন্দর কথা মালা এবং সুরের একটি গান, সিনেমাটিক ভাবে চিত্রায়ণ করেছি। আশাকরি দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন।

চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, এর আগেও বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে। তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় সুন্দর একটি রোমান্টিক গানে কাজ করতে পেরে আমি আনন্দিত। আর এই আনন্দের মাত্রা আরো বাড়বে যখন দর্শক এটি উপভোগ করবে।

কন্ঠশিল্পী ও অভিনেতা সৈয়দ অমি বলেন, তোরে এক দেখাতে মনে ধরেছে গানটি আমার অতি পছন্দের একটি গান। গানটির টিউন আগে রেডি করা ছিল। একদিন যখন সেলিম ভাইকে শোনাই তিনি খুব পছন্দ করেন।তৎক্ষণাৎ বলেন এই গানটি নিয়ে আমি কাজ করবো।আমার বিশ্বাস আমার অন্যান্য গানের মতোই দর্শক শ্রোতা এটি পছন্দ করবে। আর প্রথমবারের মতো আমার সঙ্গে জুটি বেঁধে মিউজিক ভিডিওতে কাজ করেছে চিত্রনায়িকা শিরিন শিলা। এর আগে দুই চাকার সাইকেল গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে এক সপ্তাহ পর্যন্ত শীর্ষে ছিল। পরে পরী পাইছিরে গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় ছিল। আশাকরি ‘তোর দেখাতে মন ধরেছে’ গানটিও হিট হবে এবং সবার ভালো লাগবে।

সর্বশেষ - খেলাধুলা