চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের বিরোধ যেন শেষই হচ্ছে না।
আইসিসির সকল ইভেন্টেই অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে আয়োজক দেশের নাম ও সাল লেখা থাকে। কিন্তু পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লিখতে চায় না ভারত। এমনকী অফিসিয়াল ফটোশ্যুট করতে অধিনায়ক রোহিত শর্মা পকিস্তানে যাবেন কিনা- সেটাও এখন পর্যন্ত অনিশ্চিত। এসব নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।
ভারতের আপত্তির কারণেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। তবু অনেক বিষয়েই আপত্তি জানাচ্ছে ভারত। এসব নিয়ে পিসিবিও ক্ষুব্ধ। তবে বাসিত আলী মনে করেন, পিসিবিকে এসব নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। বরং চুপ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করা উচিত। সেই প্রতিশোধের মুহূর্তটি আসবে ২০২৬ বিশ্বকাপে। কীভাবে? শুনুন বাসিতের মুখেই।
ইউটিউবে বাসিত বলেছেন, ‘ভারত পাকিস্তানের নাম জার্সিতে লিখতে চায় না। রোহিত শর্মাও পাকিস্তানে যাবে না। কিন্তু তাতে হতাশ হচ্ছেন কেন? চুপ থাকাই সেরা উত্তর। তারা যদি নাম ছাপাতে না চায়, ছাপাবেন না। উদ্বোধনী অনুষ্ঠানে যদি রোহিত শর্মা আসতে না চায়, তার আসা উচিত নয়। সহজ বিষয়। পিসিবি শুধু প্রতিবাদ জানিয়ে বিসিসিআইকে একটা ই–মেইল করতে পারে রেকর্ড রাখার জন্য। এর বেশি কিছু করা উচিত হবে না।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে। ওই আসর খেলতে পাকিস্তান দল ভারতে যাবে না- এই শর্তেই হাইব্রিড মডেলে রাজি হয়েছে পিসিবি। প্রতিশোধটা তখনই নিতে বলেছেন বাসিত আলী, ‘এসব পাকিস্তানের ক্রিকেটের কোনো ক্ষতি করবে না। এটা জয় শাহ ও বিশ্ব ক্রিকেটেরই ক্ষতি হবে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। তো পাকিস্তানও ভারতের নাম জার্সিতে না ছাপাতে পারে। এমনকি অধিনায়কেরও যাওয়া উচিত নয়। একই কাজই করা উচিত।’