রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

অনুপ্রবেশের চেষ্টা ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত পাঠানোদের মধ্যে ১৯ জন শিশু, ১১ জন নারী এবং ৮ জন পুরুষ রয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাত ৯টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে টেকনাফের নাফ নদী পয়েন্টে বিজিবির সদস্যদের নিয়মিত নজরদারি চলছিল। এক পর্যায়ে দেখা যায়, কিছু নৌকা দিয়ে রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে।

পরে যখন নৌকাগুলো নাফ নদীর কিনারায় পৌঁছায়, বিজিবি তাদের অনুপ্রবেশে বাধা দেয়। ফলে রোহিঙ্গাদের নৌকাগুলো শূন্যরেখা পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এসব নৌকায় মোট ৩৭ জন রোহিঙ্গা ছিল।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সর্বশেষ - বিনোদন