মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

ভিক্টর পরিবহনে জবি শিক্ষার্থী হেনস্তা, ঈদ পর্যন্ত শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ

প্রতিবেদক
Razaul Karim Shakil
মার্চ ১৮, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ণ

Spread the love

জবি প্রতিনিধি:
সোমবার (১৭ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী রাজধানীতে চলাচলকারী ভিক্টর ক্লাসিক বাসে হেনস্থার শিকার হন।

অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থীটি বাসে উঠলে চালক ও সহকারীর অশোভন আচরণের মুখোমুখি হন। প্রথমে তারা তাকে উদ্দেশ্য করে বিভিন্ন বাজে স্পর্শ করতে থাকে। এরপর এক পর্যায়ে তার সঙ্গে অশোভন ও আপত্তিকর আচরণ করে।। ভুক্তভোগী শিক্ষার্থী বাসে উপস্থিত অন্য যাত্রীদের সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি। পরিস্থিতির চাপে তিনি বাধ্য হয়ে বাস থেকে নেমে যান এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের জানান।

ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী শিক্ষার্থী বলেন, আমরা প্রায়ই শুনি আমাদের বোনেরা এমন হেনস্তার শিকার হয়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি যে হেনস্তার শিকার হয়েছি তা যেনো আর কোনো মেয়ে না হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ভিক্টর ক্লাসিক পরিবহনের ১৮টি বাস আটকে রাখেন এবং মালিক সমিতির সঙ্গে আলোচনা করেন।

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ভিক্টর ক্লাসিক মালিক সমিতি দোষ স্বীকার করে এবং অভিযুক্ত স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়। আলোচনা শেষে বাস মালিকপক্ষ শিক্ষার্থীদের নিম্নলিখিত দাবিগুলো মেনে নেয়:

১. অভিযুক্ত স্টাফদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং চাকরিচ্যুত করা।


২. আসন্ন ঈদ-উল-ফিতর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া মওকুফ করা। (সেক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই আইডি কার্ড দেখাতে হবে)


৩. বাসের সমস্ত স্টাফ,ড্রাইভার,হেল্পার,কন্ট্রাক্টরদের নিয়মিত প্রশিক্ষণ ও কাউন্সেলিং এর ব্যবস্থা করা।


৪. নারী ও সাধারণ যাত্রীদের সুরক্ষা নিশ্চিতের জন্য প্রতিটি বাসে অভিযোগ বাক্স রাখা, জরুরি পুলিশ সহায়তা ও মানবাধিকার সংস্থার হটলাইন নম্বর সংযুক্ত করা।

এই দাবিগুলো স্বাক্ষর করে অনুমোদন করেন ভিক্টর ক্লাসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক মানিক এবং সহ-সভাপতি মোঃ আসলাম।

শিক্ষার্থীরা দাবি করেছেন, রাজধানীর গণপরিবহনে যাত্রী বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা নেওয়া জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে ভিক্টর ক্লাসিক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক মানিক বলেন, আমরা দোষী স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।

গণপরিবহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিকদের পাশাপাশি প্রশাসনকেও আরও কঠোর হতে হবে বলে মনে করছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা। তারা আশা প্রকাশ করেছেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবহনখাতে যাত্রী সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - খেলাধুলা