চীনের বিমান শিল্পে প্রথম প্রধান নারী ডিজাইনার চাও ছুনলিং যিনি সি৯২৯ জাতীয় বিমান প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন।স্নাতক শেষ করার পরই চাও বিমান শিল্পে তার কর্মজীবন শুরু করেন।

২০০৯ সালে তিনি শাংহাইয়ের কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশনে যোগ দেন এবং সি৯০৯ ও সি৯১৯ বিমানের নকশা, উন্নয়ন এবং পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০২৩ সালে, তিনি সি৯২৯ বিমানের প্রধান ডিজাইনার হিসেবে নিযুক্ত হয়ে তার দলকে নেতৃত্ব দিচ্ছেন।
তথ্য: সিএমজি