মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

বক্স অফিসে তুলকালাম, সবার সেরা এখন চীনের যে সিনেমা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ণ

Spread the love

বিশ্বব্যাপী বক্স অফিসে নতুন মাইলফলক ছুঁয়েছে চীনের অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা ২’। এটি প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে ২ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে। একইসঙ্গে এটি প্রথম অ-ইংরেজি ভাষার সিনেমা, যা ১ এবং ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে।

চীনে ২৯ জানুয়ারি মুক্তির পর মাত্র ৩৩ দিনে দেশটির বাজারে ১.৯৬ বিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি আন্তর্জাতিক বাজারে মুক্তি পেলে এটি দর্শকদের ব্যাপক সাড়া ফেলে।

উত্তর আমেরিকায় ‘নে ঝা ২’ ইতোমধ্যেই ১৬.১৮ মিলিয়ন ডলার আয় করেছে। যদিও গত সপ্তাহের তুলনায় সিনেমাটির প্রদর্শনী কিছুটা কমেছে, তবে শুধুমাত্র রবিবার একদিনেই ১৯.৫ মিলিয়ন ডলারের আয় করেছে এটি।

বিশ্বের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নিচ্ছে ‘নে ঝা ২’। এটি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর আয় ছাড়িয়ে যেতে পারে, যা ২.০৫ বিলিয়ন ডলার আয় করেছিল। তবে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমা ‘অ্যাভাটার’-কে টপকাতে হলে ছবিটিকে ২.৯২ বিলিয়নের বেশি আয় করতে হবে।

১৬ শতকের চীনা উপন্যাস ‘দ্য ইনভেস্টিচার অফ দ্য গডস’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই অ্যানিমেটেড সিনেমায় চীনা পুরাণ রুপকথার গল্প ফুটে উঠেছে। এতে মূল চরিত্র নে ঝা ও আও বিংকে ঘিরে এক সাধারণ বালকের অতিপ্রাকৃত শক্তি অর্জন করে দানবদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে।

২০১৯ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘নে ঝা’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল এবং চীনের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় স্থান পেয়েছিল। নতুন কিস্তির সাফল্যে চীনা সিনেমা শিল্পের আরও বিস্তৃতি ঘটেছে এবং এটি বিশ্ববাজারে এশিয়ার সিনেমার অবস্থান আরও শক্তিশালী করেছে।

সর্বশেষ - বিনোদন