সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশির ভাগ্য বদলে গেল এক মুহূর্তেই। আবুধাবির ‘বিগ টিকিট’ লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা) জিতেছেন জাহাঙ্গীর আলম, যিনি পেশায় একজন জাহাজ নির্মাণশ্রমিক।
৪৪ বছর বয়সী জাহাঙ্গীর দীর্ঘ তিন বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। সর্বশেষ ১১ ফেব্রুয়ারি তিনি আরও ১৪ জন বন্ধুর সঙ্গে মিলে একটি টিকিট সংগ্রহ করেন।
৩ মার্চ অনুষ্ঠিত বিগ টিকিটের ড্রতে তার নম্বর বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সে সময় তিনি নামাজে ছিলেন, ফলে ফোন বেজে উঠলেও কিছুই জানতে পারেননি। পরে এক বন্ধুর মাধ্যমে বিজয়ের খবর পান। প্রথমে অবিশ্বাস্য মনে হলেও বিগ টিকেট কর্তৃপক্ষের কল পেয়ে নিশ্চিত হন তিনি।
জাহাঙ্গীর বলেন, “নামাজের সময় এমন সুসংবাদ পাওয়াটা আমাদের জন্য এক বিশেষ আশীর্বাদ। এই অর্থ দিয়ে বন্ধুদের সঙ্গে দুবাইতে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি।”
বহু বছর ধরে শ্রমিকের জীবন কাটানো এই মানুষগুলো এখন সংযুক্ত আরব আমিরাতে নতুন করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।
উল্লেখ্য, আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে নিয়মিতভাবে ‘বিগ টিকিট’ লটারির ড্র অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিশাল অঙ্কের অর্থ পুরস্কারের পাশাপাশি বিলাসবহুল গাড়িও জেতার সুযোগ পান। প্রতি মাসে এই লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং টিকিট অনলাইনসহ নির্দিষ্ট কিছু স্থানে পাওয়া যায়।