প্রতিবছরের মতো আসন্ন রোজার ঈদেও দর্শকদের মাঝে উত্তেজনা ছড়াতে আসছে একাধিক সিনেমা। বরাবরের মতো ঈদের সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান। এবার তাঁকে দেখা যাবে ‘বরবাদ’ সিনেমায়।
গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া একটি সিনেমার সাফল্য না পাওয়ায় শাকিব খান এখন শুধুমাত্র ঈদকেন্দ্রিক সিনেমাতেই মনোযোগী। এদিকে, আফরান নিশো নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে আসছেন, আর সিয়াম আহমেদ হাজির হচ্ছেন ‘জংলি’ নিয়ে। দুই বছর আগে শাকিবের ‘প্রিয়তমা’ ও নিশোর ‘সুড়ঙ্গ’ একসঙ্গে মুক্তি পেয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। এবার তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিয়াম আহমেদ, যিনি প্রায় দুই বছর পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন।
‘বরবাদ’-এ শাকিব খানকে দেখা যাবে এক গ্যাংস্টার পরিবারের সদস্য হিসেবে, যে নানা অপরাধে জড়িয়ে পড়ে। সিনেমাটিতে তাঁর বিপরীতে রয়েছেন ইধিকা পাল, আর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন হৃদয়।
অন্যদিকে, সিয়াম আহমেদ আসছেন ‘জংলি’ সিনেমা নিয়ে, যেখানে চরিত্রের জন্য তিনি দীর্ঘ সময় নিজেকে প্রস্তুত করেছেন। এতে তাঁর সঙ্গে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।
অপরদিকে, নিশোর সিনেমা ‘দাগি’র শুটিং সম্প্রতি শেষ হয়েছে, তবে এখনো সিনেমাটির কোনো টিজার বা ঝলক প্রকাশ করা হয়নি। পরিচালনা করেছেন শিহাব শাহীন, আর প্রযোজক শাহরিয়ার শাকিল মনে করেন, দর্শক সিনেমাটি উপভোগ করবেন।
এ ছাড়াও ঈদে মুক্তি পাবে সজল ও ফারিয়া অভিনীত ‘জ্বিন থ্রি’ এবং আরও কয়েকটি সিনেমা, যার মধ্যে ‘পিনিক’, ‘এশা মার্ডার’ ও ‘আতরবিবি লেন’-এর নাম শোনা যাচ্ছে।
এই ঈদে বাংলা সিনেমার ভক্তরা পেতে যাচ্ছেন রোমাঞ্চকর প্রতিযোগিতা ও নানা ধরণের গল্পের সিনেমার এক বর্ণিল সমাহার।