রাজধানীর রামপুরায় রমজান বাসের চাপায় মো. আলী হোসেন তালুকদার (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকায় বাড্ডা-মালিবাগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রফিক হোসেন জানান, উল্টো দিক থেকে আসা একটি সাইকেলকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল আরোহী আলী হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে তিনি পাশেই থাকা রমজান পরিবহনের বাসের চাকার নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, এবং গুরুতর আঘাতে তার মাথার মগজ বেরিয়ে যায়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

নিহত মো. আলী হোসেন তালুকদার আব্দুল আজিজ তালুকদারের ছেলে।