জুলাই আন্দোলনে আহতদের একাংশ এক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান গেইটের সামনে টানা ২৮ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি আন্দোলনে আহতদের তিনটি ক্যাটাগরির বদলে দুটি ক্যাটাগরি নির্ধারণ করতে হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। বুধবার বেলা বারোটা থেকে তাদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।
আহতদের মধ্যে যারা এ কর্মসূচি পালন করছেন তারা সরকার নির্ধারিত ‘সি’ ক্যাটাগরিতে পড়েছেন। তারা বলছেন অন্য দুটি ক্যাটাগরিতে যে সুবিধা রয়েছে এটিতে তা নেই। তাই তিনটি ক্যাটাগরির পরিবর্তে ‘এ’ ও ‘বি’ দুটি ক্যাটাগরি করার দাবিতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করছেন।