মাত্র সপ্তাহখানেক বাকি! এরপরই আগামী ২ মার্চ বসছে একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের ৯৭তম আসর। বিশ্বের মর্যাদাপূর্ণ এ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় টিভি তারকা, লেখক ও কমেডিয়ান কনান ও’ ব্রায়েন। ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটার থেকে এবারের অস্কার সরাসরি সম্প্রচারিত হবে বিশ্বের ২০০টিরও বেশি অঞ্চলে।
পুরস্কার প্রদান আয়োজনের আগে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে রেড কার্পেট শো। সেখানে দ্যুতি ছড়াবেন বিশ্বসেরা তারকারা। এ ছাড়া অস্কারের ৯৭তম আসরে যাঁরা পারফর্ম করতে যাচ্ছেন, সম্প্রতি তাঁদের একটি তালিকা প্রকাশ করেছে অস্কার কমিটি।
এবারের অস্কারে নাচ-গানে মঞ্চ মাতাবেন ডোজা ক্যাট, সিনথিয়া এরিভো, আরিয়ান গ্র্যান্ডে, ব্ল্যাকপিঙ্কের লিসা, কুইন লাতিফা ও রেই প্রমুখ। তারকাখচিত এই পরিবেশনাগুলো বিশ্ব চলচ্চিত্রের ঐতিহ্য ও কিংবদন্তিদের সম্মান জানাতে আয়োজিত হবে। এক বিশেষ পরিবেশনায় চমক হিসেবে যোগ দেবেন লস অ্যাঞ্জেলেসে মাস্টার কোরাল।
অস্কার অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক রাজ কাপুর ও কেটি মুলান জানান, উল্লেখিত শিল্পীরা ছাড়াও আরও অনেক তারকা যোগ দেবেন অস্কারের মঞ্চে। শিগগিরই তাঁদের নামের তালিকাও প্রকাশ হবে।