‘রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালীকরণের’ নামে বাংলাদেশে ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এর আগে শুক্রবার গভনরর্স ওয়ার্কিং সেশনে বাংলাদেশকে দেওয়া ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলারের কথা জানান ট্রাম্প। সেসময় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেয়া হয়েছে দুই কোটি ৯০ লাখ ডলার। তা এমন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে, যার নাম কেউ শোনেনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল রাজনৈতিক দৃশ্যপটকে শক্তিশালী ও সাহায্য করার জন্য। যাতে বাংলাদেশে একটি উগ্র বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে। আপনারা দেখতে পাবেন তারা কাকে সমর্থন দিয়েছে।
মূলত ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) বাংলাদেশে ২ কোটি ৯০ লাখ ডলারের তহবিল কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার পর এই বিতর্ক শুরু হয়।
ডিওজিই ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য নির্ধারিত আরও ২১ মিলিয়ন ডলার অনুদান বাতিল করেছে, যা উভয় দেশে নির্বাচন সম্পর্কিত কার্যক্রমে মার্কিন জড়িত থাকার জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।
বাংলাদেশ ছাড়াও ট্রাম্প ভারতে খরচ করা ১৮ মিলিয়ন ডলারেরও সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতে নির্বাচনের জন্য ১৮ মিলিয়ন ডলার খরচ করা হয়। কেন? আমাদের নিজেস্ব নির্বাচনে সহায়তা করা উচিত, তাদের নয়।
এছাড়া এশিয়ার শিক্ষার উন্নতির জন্য ৪৭ মিলিয়ন ডলার এবং নেপালের জীববৈচিত্র সংরক্ষণের জন্য ১৯ মিলিয়ন ডলার খরচের কথা উল্লেখ করে সমালোচনা করেছেন ট্রাম্প।