ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুই নারীর শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার রাতে সাভার উপজেলার গে-া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
এদিকে একই ঘটনায় শনিবার মির্জাপুর থানার এএসআই মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান। এর আগে শুক্রবার তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল। তিনি ঘটনার সময় মির্জাপুর থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের শহিদুল ইসলাম মহিত (২৯), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সবুজ (৩০), ঢাকা জেলার সাভার টান গেন্ডা এলাকার শরীফুজ্জামান শরীফ (২৮)। তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ৩৭০ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সবুজ ও শরীফুজ্জামান শরীফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন ও শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে।
ডাকাতি ও শ্লীলতাহানির আলোচিত ঘটনার তিন দিন পর শুক্রবার ভোরে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চকবড়াইগ্রামের বাসযাত্রী ব্যবসায়ী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।
চলন্ত বাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি : রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, নারীদের কাছ থেকে কিছু স্বর্ণালংকার লুণ্ঠিত হয়েছে। ওই সময় দুষ্কৃতকারী ডাকাত দল নাকফুল, কানের দুল নেওয়ার সময় নারীদের টাচে গিয়েছে। প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এটা আমরা জানতে পেরেছি। শ্লীলতাহানি বলা যেতে পারে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এসব কথা জানান। এ সময় তিনি বলেন, ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার মো. শহিদুল ইসলাম (২৯), শরিয়তপুর জেলার মো. সবুজ (৩০) এবং ঢাকার সাভারের মো. শরীফ (২৮)। এ ছাড়া এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার ডিউটি অফিসার এএসআই আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।
গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাত দল তান্ডব চালায়। এ সময় দুই নারী যাত্রীকে শ্লীলতাহানি করা হয়। ডাকাত দল ভোর রাত ৪টার দিকে বাস থেকে নেমে যায়। পরে বাসটি আটকে যাত্রীরা নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাসযাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর শুক্রবার সকালে ওই ঘটনায় নাটোরের বড়াইগ্রামের বাসযাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।