আগামী দুই থেকে তিন দিন রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসের একদিন পর শনিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পরে নামে মুষলধারে।
অসময়ের এই বৃষ্টিতে বেশ ভোগান্তিতেই পড়েছে রাজধানীবাসী। জীবিকার প্রয়োজনে রাস্তায় বা বাসার বাইরে থাকা অনেককেই ভিজতে হয়েছে বৃষ্টিতে। বৃষ্টির কারণে শীতের মাত্রা বেড়ে গেলে কষ্টে পড়বে গৃহহীন মানুষগুলোও।
রাজধানীর আগারগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, গ্রিনরোড, পান্থপথ, শুক্রবাদ, কলাবাগান, ধানমন্ডি, মিরপুর, মালিবাগ, মগবাজার, মৌচাক, রামপুরা, শান্তিনগর, মতিঝিলসহ আশেপাশের প্রায় সব এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হয়েছে।
আগামী দুদিন সারা দেশেই বৃষ্টি হালকা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, খুলনা, রাজশাহী আর রংপুর বিভাগের বেশির ভাগ জায়গাতেই নামতে পারে বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে সারা দেশের দিনে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে। রাতে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও বলা হয়েছে, আগামী দুই থেকে তিনদিন সারাদেশে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস। মাঝরাত থেকে আবার সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশাও পড়তে পারে।