শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: জয়নুল আবেদীন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

Spread the love

কোনও অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আজ শনিবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, একদিকে তারা নির্বাচন পেছানোর কথা বলছে, অন্যদিকে আবার সারা দেশে দলীয় প্রার্থীর নাম ঘোষণা দিচ্ছে। ফ্যাসিবাদী সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তাতেও তাদেও হুঁশ হয়নি। জামায়াতের কাজই হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, মোদি সরকার এখন শেখ হাসিনার হাত ছেড়ে দিয়েছে। তিনি বাংলাদেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছেন।

বর্তমান অন্তর্বতী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবেদীন বলেন, তারা নির্বাবাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। আমরা অবিলম্ভে তাদের এই তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এ ছাড়া সমাবেশে অন্যান্যার মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমটিরি সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিল ও জীবা আমিনা আল গাজীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

এদিন সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার-হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন ও নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

সর্বশেষ - বিনোদন