জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার বলেছেন, বিদেশে ঘুরতে গেলেই মানুষ ভাবে তিনি পাত্রের সন্ধানে গেছেন। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পায়েল বলেন, আমি আমেরিকায় একটা পুরস্কার নিতে গিয়ে সোশ্যালে কিছু ছবি পোস্ট করেছিলাম। কিন্তু সেই ছবি দেখার পর অনেকেই বলা শুরু করল, আমি নাকি পাত্র খুঁজতে গেছি! অথচ ছবিটা নিয়ে কেউ কথা বলেনি। তাই মনে হয়, অভিনেত্রীদের কাজের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই মানুষের আগ্রহ বেশি। সেদিক থেকে দেখলে, বাঙালির আধুনিক চিন্তাধারাটা কোথাও যেন হারিয়ে গেছে বলে মনে হয়।
ইন্ডাস্ট্রিতে প্রায় ২০ বছর কাটিয়ে ফেলেছেন পায়েল। একটা সময় ছিল যখন বাংলা ছবির নায়িকারা পর পর ছবিতে কাজ করতেন। ২০০৭ সালে ‘আই লাভ ইউ’ ছবিতে প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। তারপর থেকে কখনো বিরতি নেননি। পরিচালক বা প্রযোজকেরা কাজ দেখেই তাকে নির্বাচন করেছেন।
তিনি মনে করেন, ছবি বড় বা ছোট হয় না। ছবিকে সফল করে দর্শক। তাই তার কোনো অনুশোচনা নেই। ইন্ডাস্ট্রিতে তার বন্ধুর সংখ্যাও খুব কম। ব্যক্তিগত জীবন এবং পেশা আলাদা রাখতে পছন্দ করেন। তার মতে, নিজেকে অগ্রাধিকার না দিলে কিন্তু অভিনয় করা যায় না। বাংলা ছবি পরিবর্তনের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। অভিনেতা হিসেবে তারও এগিয়ে যেতে হবে।