মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা, জাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ

Spread the love

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় হতাহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ ও আধিপত্যবাদ বিরোধী মঞ্চের জাবি শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ছাত্রলীগ ও ছাত্রদল, সন্ত্রাস করে দুই দল’, ‘লীগ গেছে যেই পথে, দলও যাবে সেই পথে’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,‘ছাত্রদল সন্ত্রাসী করে, ইন্টেরিম কি করে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান।

সমাবেশে কুয়েটে ছাত্রদলের হামলার নিন্দা জানিয়ে নাদিয়া রহমান অন্বেষা বলেন, কুয়েটে আজ একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আজ থেকে ছয়মাস আগেও আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখেছি, আজ কুয়েটে সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। একই কায়দায় ছাত্রদল আমাদের ভাইবোনদের ওপর যে নারকীয় হামলা চালিয়েছে সেটার নিন্দা জানাই। নতুন বাংলাদেশে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর দিকে যাচ্ছি বা আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে। ছাত্রলীগের মতো সন্ত্রাসী কার্যক্রম ক্যাম্পাসগুলোতে যে গোষ্ঠীই পরিচালনা করতে চাইবে তাদের আমরা শক্ত হাতে প্রতিহত করব।

সমাবেশে আরও বক্তব্য দেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত