সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় বিএনপি: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

Spread the love

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে তারা আবারও দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছেন। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলেছেন।


আজ সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

ফখরুল জানান, আমরা বলেছি, প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, যারা দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের আইনের আওতায় আনতে হবে। প্রশাসন থেকে তাদের বাদ দিতে হবে। সম্প্রতি দেশব্যাপী যে অস্থিরতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা ফ্যাসিবাদকে কথা বলার সুযোগ করে দিয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর যারা দেশে অর্থনৈতিকভাবে লুটপাট চালিয়েছে তাদের আইনের আওতায় আনতে বলেছি। তাদের পাচার কথা অর্থ ফিরিয়ে আনতে বলেছি।

এ সময় তিনি জানান, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক যে মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের কথা তারা বলেছেন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে।

সর্বশেষ - বিনোদন