সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

শিগগিরই বিডিআর বিদ্রোহে বিস্ফোরক মামলার জামিন শুনানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

Spread the love

বিডিআর বিদ্রোহে বিস্ফোরক মামলায় জামিন না পাওয়া আসামিদের জামিন শুনানির আদেশ আগামী ২/৩ দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে জামিন না পাওয়া ১১৫ জন বিডিয়ার সদস্যদের জামিন শুনানি শুরু হয়।


এ সময় আসাদ উল্লাহ নামে এক বিডিআর সদস্যের জেরা কার্যক্রম শুরু করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল আইনজীবী এবং মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে আসামিপক্ষের একদল আইনজীবী জেরায় অংশ নেয়।

আগেরদিনের একজন সাক্ষীসহ এই মামলায় সব মিলিয়ে ২৮৪ জনের সাক্ষ্য নেওয়া হলো। জামিন না পাওয়া ১১৫ জনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৬৫ জন এবং কাশিমপুরে ৫০ জন বিডিআর বিদ্রোহ সদস্য রয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে ২৭৮ জনের জামিন মঞ্জুর করে অস্থায়ী আদালত। এদের মধ্যে ১৬৮ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকেই জামিন না পাওয়া বিডিআর সদস্যদের স্বজনরা কারাগারের সামনে এসে অবস্থান করেছিলেন। সকাল সাড়ে ৯টার পরে কড়া পাহারায় আদালতে বিডিআর সদস্যদের অস্থায়ী কারাগারে আনা হয়। শুনানি চলাকালীন অবস্থায় এক বিডিয়ার সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে এনামুল হক নামে অপর একজন হাজতী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সর্বশেষ - বিনোদন