বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

মানবিক উদ্যোগে ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন, শীতার্তদের মুখে হাসি

প্রতিবেদক
Razaul Karim Shakil
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

Spread the love

২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি (বুধবার) রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন স্থানে মোট ৩০০টি কম্বল বিতরণ করা হয়। এছাড়া, পঞ্চগড়েও আরও ৩০০টি কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২৪ তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও অর্থ বিভাগের উপ সচিব বেগম নুরজাহান খানম। এসময় তিনি বলেন, প্রশাসনের দায়িত্ব শুধু নীতিনির্ধারণ ও বাস্তবায়নেই সীমাবদ্ধ নয়, জনগণের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শীতার্তদের কষ্ট লাঘবে সামান্য কিছু করতে পেরে আনন্দিত। ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যরা সবসময় জনগণের পাশে থাকতে চায়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও আইসিটি বিভাগের উপ সচিব সাইফুল হাসান বলেন, আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের অন্যতম দায়িত্ব। শীতের কষ্ট যাদের জন্য অসহনীয়, তাদের জন্য আমাদের এই উদ্যোগ। ইতোমধ্যে উত্তরবঙ্গে আমাদের দুই তিনটি টিম শীতবস্ত্র কার্যক্রম সম্পন্ন করেছেন। আমরা চাই, সমাজের সামর্থ্যবান সবাই এ ধরনের উদ্যোগে এগিয়ে আসুক। একসঙ্গে কাজ করলে অসহায় মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ সচিব জনাব মনিরুজ্জামান (দক্ষিণ সিটি করপোরেশন), জনাব সাইফুল ইসলাম (আইএমইডি), উপ সচিব জনাব মনিরুল ইসলাম ভূঁইয়া (অর্থ বিভাগ), উপ সচিব জনাব আব্দুল ওয়াদুদ ও উপ সচিব জনাব আহসান হাবীব সহ অন্যান্য কর্মকর্তারা।

এ ধরনের মানবিক কার্যক্রম বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।

সর্বশেষ - অপরাধ