বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

ব্যারিস্টারি পড়তে লন্ডনে যাচ্ছেন নুসরাত ফারিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ মনোযোগী এ অভিনেত্রী।
এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এ বছর সেপ্টেম্বরে দেশটিতে পড়াশোনার জন্য যেতে পারেন।


লন্ডনে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি উল্লেখ করে ফারিয়া বলেন, ‘এবার লন্ডনে ‘বার অ্যাট ল’ পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই।’

এর আগে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করে সেকেন্ড ক্লাস পেয়েছিলেন নুসরাত ফারিয়া।


উল্লেখ্য, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

সর্বশেষ - অপরাধ