২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেড।
আকর্ষণীয় প্যাভিলিয়ন, সেবার মাধ্যমে গ্রাহকদের প্রশংসা অর্জন ও মেলার সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার দিয়েছে আয়োজনকারী সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।
প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরি-বি তে প্রথম পুরস্কার পেয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড। এছাড়া আরএফএল গ্রুপের ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিশন ও ফার্নিচার ব্র্যান্ড রিগ্যাল যথাক্রমে বেস্ট জেনারেল স্টল ক্যাটাগরিতে প্রথম ও বেস্ট প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার জিতে নিয়েছে।
শুক্রবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ডিআইটিএফ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আরএফএল প্লাস্টিকসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং শফিক শাহীন। প্রথম পুরস্কার অর্জন করার অনুভূতি জানিয়ে তিনি বলেন ‘এবারের মেলায় আমাদের প্রস্তুতি ছিল অন্যবারের তুলনায় অনেক গোছানো। আমরা প্যাভিলিয়নের নকশা থেকে শুরু করে ইন্টেরিয়র, নতুন পণ্যের সংযোজন ও পণ্য প্রদর্শনে নতুনত্ব নিয়ে এসেছিলাম। এবছর দর্শক-ক্রেতাদের উপস্থিতিও বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি ছিল। অধিক সংখ্যক ক্রেতাকে সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।