চীনে নববর্ষের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দেয় সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালা। এবারও তার ব্যত্যয় ঘটেনি। কারণ বসন্ত উৎসব মানেই সিএমজি’র এই আয়োজন। জনপ্রিয়তার শীর্ষে থাকা বর্ণাঢ্য বসন্ত উৎসব গালা ২০২৫ এ সবকিছু ঠিকঠাক চলা, সৌভাগ্য ও অন্তহীন জীবন’ এর আকাঙ্খা ফুটিয়ে তোলা হয়েছে।
‘আনন্দ, শুভকামনা ও সুখ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে, আয়োজিত এই গালায় গান, নাচ, ক্রসটক, স্কেচ, অপেরা, মার্শাল আর্ট ও জাদুসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ছিলো , যা বিশ্বজুড়ে টিভিদর্শক ও নেটিজেনদের মুগ্ধ করে।
এবারের গালা বেইজিংয়ের প্রধান ভেন্যুছাড়া দেশের চারটি উপ-ভেন্যু-উসি, উহান, ছোংছিং এবং লাসা থেকে পরিবেশিত হয়।

গত বছরের ডিসেম্বরে বসন্ত উৎসবকে ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত করার পর এটিই প্রথম উৎসব। এই বছরের অনুষ্ঠানে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের আরও বেশি উপাদান প্রদর্শিত হয়।
ঐতিহ্যবাহী এবং আধুনিক উপাদানের মিশ্রণ তুলে ধরে এই উৎসব চীনের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতি প্রদর্শন করে। কারণ এটি মূল ভূখণ্ড, হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের শিল্পী এবং বিভিন্ন জাতিগত গোষ্ঠীর শিল্পীদের একত্রিত করেছে।
অনুষ্ঠানে সংস্কৃতির একটি মনোরম সংমিশ্রণও প্রদর্শিত হয়। যেখানে চীনা এবং পেরুর শিল্পীরা মঞ্চ ভাগ করে একটি ঐতিহ্যবাহী চীনা লোকগানের সাথে একটি জনপ্রিয় পেরুর অর্কেস্ট্রার সঙ্গীতের মিশ্রণ পরিবেশন করেন। এই উৎসবে আমেরিকান পপ রক ব্যান্ড ওয়ানরিপাবলিকের একটি পরিবেশনাও ছিল।

নববর্ষ শুরর ঠিক আগের রাতে মঙ্গলবার বেইজিং সময় রাত ৮:০০ টায় এই গালা চায়না মিডিয়া গ্রুপের একাধিক টিভি চ্যানেল ও নিউ মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়। একইসাথে সিজিটিএনের ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি, ও রুশ চ্যানেলসহ দুইশতাধিক দেশ ও অঞ্চলে ৮২টি ভাষায় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে গালা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এ বছর রেকর্ড সংখ্যক দর্শক এ অনুষ্ঠান উপভোগ করেছেন বলে জানিয়েছে সিএমজি কর্তৃপক্ষ।
“ছুনওয়ান” নামেও পরিচিত, গালার এই আয়োজনটি ১৯৮৩ সাল থেকে সম্প্রচারিত হয়ে আসছে। চীনে বসন্ত উৎসব উদযাপনে এটিকে প্রধান সাংস্কৃতিক প্রতীক হিসেবেও দেখা হয়।
তথ্য সূত্র: সিএমজি