চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না মিডিয় গ্রুপের মাধ্যমে ভিডিও বার্তা দেন তিনি। এতে রাষ্ট্রপ্রধান বলেন, আগামী দিনে চীন ও বাংলাদেশের সম্পর্ক, ইতিহাসের সঠিক পথ ধরে এগিয়ে যাবে এবং দু’দেশের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে।
চীনের ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুযায়ী আজ নববর্ষ উদযাপন করছেন চীনা জনগণ। নববর্ষ বা বসন্ত উৎসব এটি চীনের মানুষের সামাজিক ও পারিবারিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উপলক্ষে চায়না মিডিয় গ্রুপ-সিএমজির মাধ্যমে চীনের বন্ধুপ্রতীম জনগণকে চাইনিজ নিউইয়ার বা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পাশিাপাশি তিনি আরো জানান এ বছর এই দুই ভ্রাতৃপ্রতিম দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী ব্যাপক পরিসরে উদ্যাপন করতে যাচ্ছে।