প্রিমিয়ার লিগে কদিন আগে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। চার দিনের মাথায় ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখিতে সেই ওয়ান্ডারার্স একইভাবে নাস্তানাবুদ করে ৫-০ গোলের জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কিংস।
কুমিল্লায় ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কিংস। ১৮ মিনিটে মিগুয়েল ও ৪০ মিনিটে সোহেল রানা করেন গোল দুটি।
৫৫ মিনিটে ওয়ান্ডারার্সের আত্মঘাতী গোলে ব্যবধান দাড়ায় ৩-০। ৭০ থেকে ৭ মিনিটের মধ্যে আরো দুই গোল করে কিংস। গোল দুটি করেন মোহাম্মদ সোহেল রানা ও অধিনায়ক তপু বর্মন।
মুন্সিগঞ্জে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে গোল শূন্য ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে ব্রাদার্স ইউনিয়ন।