২০২৪ সালে চীনে বৈদ্যুতিক গাড়ির (ইভি) চার্জিং সুবিধা ব্যাপকভাবে বেড়েছে। বিগত বছর ইভি চার্জিং পোলের সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখে পৌঁছেছে, যা ২০২২ সালের চেয়ে প্রায় ৫০ ভাগ বেশি।

৩০ লাখ ৫৮ হাজার পাবলিক এবং ৯০ লাখ ২৪ হাজার প্রাইভেট গাড়ির জন্য চার্জিং পোল রয়েছে। চীনে ইভি’র চাহিদা ব্যাপক ভাবে বেড়ে যাওয়ায় ২০২৪ সালে ইভি উৎপাদন ও বিক্রি ১ কোটি ২০ লাখ ইউনিট ছাড়িয়েছে।
দেশটি টানা ১০ বছর ধরে বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যতিক গাড়িরবাজার ধরে রেখেছে।
তথ্য: সিনহুয়া