মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

দেশে ফিরে গ্রেফতার সাদ্দাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

Spread the love

আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। ৫ আগস্টের পর আর তাকে দেশে দেখা যায়নি। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে।

সবশেষ (২৭ জানুয়ারি) সোমবার রাতে সৌদি থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার সাদ্দাম দেবিদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ ও ৫ আগস্ট দেবীদ্বারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং স্কুলছাত্র সাব্বির হোসেন। এ ঘটনায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় দুটি হত্যা মামলা হয়। এরপর তিনি কৌশলে বিদেশে আত্মগোপনে চলে যান। দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস বলেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেফতারের বিষয়টি আমাদের জানানো হয়। খবর পেয়ে থানা থেকে ঢাকায় পুলিশ পাঠানো হয়। বিমানবন্দর থানা পুলিশ তাকে এখনো আমাদের কাছে হস্তান্তর করেনি। তবে প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - বিনোদন