শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

তাফসির মাহফিলের টাকা নিয়ে প্রতারণা ‘ভারতীয় বক্তা’র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

Spread the love

 শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানির নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে তাফসির মাহফিল কমিটির ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন দেলোয়ার হোসেন নামে এক বক্তা। মাহফিল কমিটির সদস্যরা দাবি করছেন, অভিযুক্ত ওই ব্যক্তি একজন ভারতীয় বক্তা।

এ ঘটনায় শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় সংবাদ সম্মেলন করে মাহফিল কমিটি। এসময় জানানো হয়, অভিযুক্ত দেলোয়ার হোসেন ভারতের মালদা জেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পারকানসাট কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি মোশারফ হোসেন বলেন, কবরস্থানের উন্নয়নের জন্য ২১ ও ২২ জানুয়ারি তাফসির মাহফিলের দিন ধার্য করা হয়। এ মাহফিলে প্রথম দিনের বক্তা হিসেবে ছিলেন ভারতের মালদা জেলার দেলোয়ার হোসেন। আর তিনি নিজেই রফিকুল ইসলাম মাদানির মোবাইল নম্বর দিয়ে তাকে দ্বিতীয় দিনের বক্তা হিসেবে ঠিক করতে বলেন।

‘আমরা তার কথামতো দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করে ২২ জানুয়ারি আমাদের এখানে রাফিকুল ইসলাম মাদানি আসবেন বলে দিন ধার্য করি। এ জন্য ৪০ হাজার টাকা বিকাশের মধ্যমে পাঠিয়ে দেই। পরে এলাকায় মাইকিং শুরু করি, লিফলেটও বিতরণ করেছি।’

মোশারফ হোসেন আরও বলেন, এরপর ২২ জানুয়ারি দেলোয়ার হোসেনের দেওয়া নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি আসবেন বলে জানাতে থাকেন। একপর্যায়ে রাত সাড়ে ৯টার পর ওই নম্বর বন্ধ পাওয়া যায়। নিরুপায় হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়, রফিকুল ইসলাম অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এভাবে ভারতীয় নাগরিক দেলোয়ার হোসেন আমাদের সঙ্গে প্রতারণা করেন। এ ঘটনার পর থেকেই দেলোয়ারের মোবাইল বন্ধ। এর প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত দেলোয়ার হোসেনের নম্বরে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পারকানসাট কেন্দ্রীয় কবরস্থানের সাধারণ সম্পাদক আজিজুল হক ডিএম ও অন্যান্য সদস্যরা।

সর্বশেষ - অপরাধ