চট্টগ্রামের বাঁশখালী উপকূলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১২ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাত সদস্যরা হলেন- মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯), নূর মোহাম্মদ (৫১)। এদের সকলেই মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল-হক জানান, বাঁশখালীর খাটখালি নদীর মোহনায় একটি কাঠের নৌকাকে সন্দেহজনক মনে হওয়ায় থামার সংকেত দেয় কোস্টগার্ড। কিন্তু তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।
কোস্টগার্ড কর্মকর্তা জানান, আটক বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ১৬টি দেশীয় অস্ত্রসহ ১২ জন ডাকাতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মো. রফিক। তার নেতৃত্বে বোটযোগে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গরে যাত্রা করে। শনিবার তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়।