বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

রাজধানীতে র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২৬ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ছিনতাইবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২৬ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


গ্রেফতাররা হলেন- আবু সিদ্দিক (৫০), দেওয়ান কোরবান (২৫), মো. রাজা (২০), রাকিব ইসলাম (২০), রাব্বি হাসান (২১), ইমরান পাটোয়ারি (২৩), মো. রাব্বি (২০), মো. সাকিব (১৮), মো. শরিফ (২৩), দীন ইসলাম (১৯), সজিব মিয়া বাবু ওরফে টেংরা বাবু (২৪), মো. মিরাজ (২০), মো. ফয়েজ (২০), মো. মুসা (২০), মো. শাকিল (২০), আব্দুল কাদির (২২), মো. শাহিন (৩০), রুবেল হোসেন (৩২), মো. শামসের (২১), মো. রনি (৩৫), মো. আকাশ (২৫), মো. হৃদয় ওরফে বেচু (২৮), হোসাইন জমাদ্দার (২৯), মো. জাহিদ (২৪) এবং আশরাফুল (২০)।


বুধবার (২২ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, ১৩টি চাকু ও ১২টি ক্ষুর উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, রাজধানীর মোহাম্মদপুরসহ র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ছে। এ পরিপ্রেক্ষিতে র‌্যাব টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ায়। পরে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর এএসপি আসিফ তপু জানান, গ্রেফতাররা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতে ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। কেউ কেউ কারাভোগও করেছে।


তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সর্বশেষ - বিনোদন