বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এ ছাড়া আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।


ইসি মাছউদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে এ নির্বাচন হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর।


ইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।


আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই ভাবছি। কাজেই জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করতে পারি তার দিকে এগিয়ে যাচ্ছি। সুন্দর সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। সকল প্রকার তথাকথিত প্রভাবমুক্ত থেকে জাতিকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী। নির্বাচন কোনোভাবেই প্রভান্বিত হওয়ার সুযোগ নাই।


সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সভায় পটুয়াখালীর সকল উপজেলার নির্বাচন কর্মকর্তা, জেলার নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পরকীয়ার কথা জিজ্ঞেস করায় ব্লেড দিয়ে কেটে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

টুইটারে শেয়ারের তথ্য প্রকাশে দেরি, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত নরসিংদীতে

ছোট ছেলের হাতে চড়, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না : কাজল

মসিকের ব্যাংক সুদের ১০ কোটি টাকা সাবেক মেয়রের পকেটে, তদন্ত শুরু

ভারতের কাছ থেকে ‘অনাকাঙ্ক্ষিত’ বিবৃতি আশা করে না বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস, নিহত ১০০

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ: ৫ আসামি জেলখানায়

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ: ৫আসামি জেলখানায়

দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ৩১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের