ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। অভিযুক্তের নাম ফরহাদ হোসেন (৪৪)। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে হাসপাতালের বর্হিবিভাগ থেকে তাকে আটক করে আনসার সদস্যরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার সেলিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, দুপুরে বর্হিবিভাগে ওই ব্যক্তিকে বড় একটি ব্যাগ কাঁধে বের হতে দেখে সন্দেহ হয়। পেছন থেকে আনসার সদস্যরা তাকে ডাক দিলে তিনি আরও দ্রুত চলে যেতে থাকেন। এ সময় দৌড় দিয়ে তাকে ধরা হয়। তার ব্যাগের মধ্যে ইনজেকশনের ডিস্টিল ওয়াটার ভর্তি চারটি কার্টন পাওয়া যায়। পরে তাকে হাসপাতাল পরিচালকের কক্ষে নেওয়া হয়।
অভিযুক্ত ফরহাদ হোসেন জানান তার বাসা লালবাগ কেল্লা শ্মশানঘাট এলাকায়। তিনি বলেন, ‘আমি হাসপাতালের কেউ না। আমার পূর্ব পরিচিত হাসপাতালের ২২০ নম্বর ওয়ার্ডের সরকারি ওয়ার্ড বয় সুমন নিজে ওষুধ ভর্তি ব্যাগ আমার কাছে দিয়েছেন এবং বাইরে নিয়ে যেতে বলেন। তবে বের হওয়ার আগেই আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে।’
এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ডবয় সুমন বলেন, আমি ২২০ নম্বর সার্জারি ওয়ার্ডে ডিউটি করি। ফরহাদ আমার পূর্ব পরিচিত। এই প্রথম আমি তার কাছে দুই কার্টন ডিস্ট্রিল ওয়াটার দিয়েছি। বাকি দুই কার্টন সে কোথায় পেয়েছে আমি জানি না।’ আটক ফরহাদকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।