রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

জবি শিক্ষার্থীদের আবাসন ভাতার পদক্ষেপ গ্রহণে কমিটি গঠন

প্রতিবেদক
Razaul Karim Shakil
জানুয়ারি ১৯, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ

Spread the love

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন ভাতার বাজেট প্রস্তাব তৈরিতে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন এবং সদস্যসচিব হিসেবে আছেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কমিটির অন্য সদস্যরা হলেন প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত রোববার থেকে অনশন কর্মসূচি শুরু করে জবি শিক্ষার্থীরা। পরদিন সোমবার বিকেলে সচিবালয়ের অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে দুটি দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাস পেয়ে অনশন ভাঙেন তারা। পরে শুক্রবার শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - বিনোদন