শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

এফডিসিতে সাংবাদিককে গালাগালি করেন পাপমুক্ত নায়ক রাসেল মিয়া: নেপথ্যে হেলেনা জাহাঙ্গীর!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

প্রতারণা করে বিয়ে আর নানান সমালোচনার মধ্যে থাকতে দেখা যাচ্ছে সমালোচিত পাপমুক্ত নায়ক রাসেল মিয়াকে। সম্প্রতি কোরআন শরীফ ছুঁয়ে সিনেমা বানানোর টাকা চেয়ে বউকে মারধরের ঘটনায় জেল হাজত থেকে বের হয়ে বেপরোয়া হয়ে উঠতে দেখা গেছে তাকে।

হেলেনা জাহাঙ্গীরের মাধ্যমে প্রায় ৮ লক্ষ টাকায় জেল থেকে বের হয়ে আর বিভিন্নভাবে ফোন দিয়ে হেনেস্তার প্রমাণও মিলছে তার নামে। এমনকি লোক ভাড়া করে বর্ষা চৌধুরীর কাজেও ব্যাঘাত ঘটানোর কথা উঠে এসেছে।

এলাকায় খবর নিয়ে শোনা যায় ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা রাসেল মিয়া দাবি করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। কিন্তু খোঁজ নিয়ে তা মিথ্যা প্রমাণিত হতেও দেখা যায় তাকে। এছাড়াও গোপনে হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে হোটেল ওয়েস্টিন মেয়ে নিয়ে আড্ড দিবার কথা উঠে আসে তার নামে।

স্ত্রী বর্ষা চৌধুরীকে পক্ষে নিউজ যেন না করতে বিনোদন সাংবাদিক আকাশ নিবিরকে একা পেয়ে এফডিসিতে অশালীন ভাষায় গালাগালি ও মেরে ফেলার হুমকি দিতে দেখা গেছে। সেখানে উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর মোজাহিদুল ও প্রযোজক ইকাবাল। এ নিয়ে নিকটস্ত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আকাশ নিবির বলেন, নায়িকা অঞ্জনা আপার জানাজা কালিন সময়ে বাংলাদেশ টাইমস কর্তব্যরত সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন হেনেস্তার স্বীকার হই। আমরা যায় যায় মতো আসার সময় প্রযোজক ইকাবালের মাধ্যমে আমাকে ডেকে নেন এবং কোন পত্রিকায় কাজ করি জানতে চান। এমনকি সাংবাদিক বানান করতে বলে দাবি করেন। তার স্ত্রী বর্ষা চৌধুরী বাসার বেড রুমে কেন যাই এমনি দাবি করেন। আমি জানাই সংবাদ সংগ্রহ করতে আমরা একাধিক সাংবাদিক সেখানে গিয়েছি।

রাসেল মিয়া বলেন, বর্ষা চৌধুরী এখন তার বিয়ে করা বউ। এমন কথার প্রেক্ষিতে ডিবি হারুন কথা উঠে। ডিবি হারুনের সঙ্গে বিভিন্ন মেয়ের সঙ্গে শারিরীক সম্পর্কের কথাও স্বীকার করেন তিনি। সঙ্গে আরও অপরিচিত তিনজন মাস্তান ভাড়া করে আনতে দেখা যায় তাকে এবং লাঠি নিয়ে মারমুখী আচরণ করতে দেখা যায় তাকে। পরে তা প্রযোজক ইকবাল তা নিয়ন্ত্রণে আনেন।

আকাশ নিবির আরও বলেন, আমি কোন কথার উত্তর না দিয়ে চলে আসি। বিষয়টি বর্ষাকে অবগত করি। পরে বর্ষা চৌধুরী তাকে হোয়াটসঅ্যাপে কল করলে তিনি ভিন্ন সুরে কথা বলতে দেখা যায়। যাহার সকল কল রেকর্ড আমাকে বর্ষা চৌধুরী নিজে পাঠিয়েছেন। এছাড়াও সাংবাদিক রঞ্জু সরকারের সামনে আমাকে মারার হুমকি ধামকি দিয়েই চলেছেন। বিষয়টি নিয়ে বর্তমান বাংলাদেশ শিল্পী সমিতির সহ-সভাপতি ও সাবেক পুলিশ কর্মকর্তা ডিএ তায়েবকে অবগতি করলে তিনি প্রযোজক ইকবালকে ডেকে বিষয়টি খতিয়ে দেখবেন বলে নিশ্চিত করেছেন।

এরআগেও তার অভিনীত “গোয়ার” নামক একটি সিনেমায় নায়িকা জলির থেকে টাকা ফেরত চাওয়ার কথা উঠেছে তার নামে। গেল ফিল্ম ক্লাবের নির্বাচনের দিন হেলেনা জাহাঙ্গীরের সাথেও তাকে দেখা গেছে। এমনকি বিশ্বস্তসূত্রের খবরে জানা গেছে তিনি বর্তমানে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় থাকার কথা জানা গেছে।

সূত্রটি আরও জানিয়েছেন, এই রাসেল মিয়া মূলত হেলেনা জাহাঙ্গীরের বিভিন্ন হোটেলে নারী সাপ্লায়ারের সঙ্গে জড়িত। সেই জন্য সকল কাজেই রাসেল মিয়াকে সাপোর্ট দেন হেলেনা জাহাঙ্গীর।

গেল ৫ আগস্টের ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের দালাল হেলেনা জাহাঙ্গীরের নামে ৮-৯ টি মামলা হওয়াতে বিভিন্ন থানা পুলিশকে টাকা দিতে এই পাপমুক্ত নায়ক রাসেল মিয়াকে হেলেনা জাহাঙ্গীরকে ব্যবহারের কথাও উঠে এসেছে।

অন্যদিকে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্র আ খ ম মোজাম্মেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে নারায়ণগঞ্জ ১০০ কোটি টাকার সম্পত্তি নেয়ার কথাও উঠে এসেছে। এসব থেকে বিরতে রাখতেই মূলক রাসেল মিয়া এই সাংবাদিকের উপর চড়াও হওয়ার কথা শোনা গেছে।

সর্বশেষ - অপরাধ