গভীর রাতে বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে সাইফ আলি খানের ওপর আক্রমণ করেছে দুর্বৃত্তরা। একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে সাইফের বান্দ্রার বাড়িতে ঘটনাটি ঘটে। সেসময় অভিনেতা পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাচ্ছিলেন।
ছুরি দিয়ে আঘাতের পর রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয়। এ সময় সাইফ সেখানে গেলে তার ওপর হামলা করা হয়।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ৬টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। তার অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে।’
প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। নিছক চুরি, না অন্য কোনো কারণে হামলা, এটা এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে এ ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।