বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

রক্তাক্ত সাইফকে কেন অটোতে হাসপাতালে নেন ছেলে ইব্রাহীম?

প্রতিবেদক
Razaul Karim Shakil
জানুয়ারি ১৬, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

Spread the love

নিজ বাড়িতেই দুর্বৃত্তের ধারালো ছুরিকাঘাতে রক্তাত হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। ভারতের নবাব পরিবারের সদস্য গুরুতর আহত সাইফকে বাঁচাতে দ্রুত হাসপাতালে নিতে ব্যস্ত হয়ে পড়ে পরিবার। তখন হাসপাতালে নিতে কোনো ব্যক্তিগত গাড়িই কাজে আসেনি ধনী এ সেলিব্রেটির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ৫৬ বছর বয়সী সাইফকে দ্রুত হাসপাতালে নিতে ২৩ বছর বয়সী ছেলে ইব্রাহিম বাড়ির গেরেজে নামেন। হুইল চেয়ারে করে নামানো হয় রক্তাক্ত সাইফকে। কিন্তু ওই মুহূর্তে গেরেজে কোনো ব্যক্তিগত গাড়িই পাননি ইব্রাহিম, যেটিতে করে আহত বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন।

সময় নষ্ট করতে না চাওয়া ইব্রাহিম দ্রুত হাসপাতালে পৌঁছাতে বাড়ির বাইরে বের হন অটোরিকশা ডাকতে। এরপর রাত তিনটা নাগাত অটোরিকশায় করে বাবাকে নিয়ে হাসপাতালে পৌঁছান ইব্রাহিম।

সাইফের মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে লীলাবতী হাসপাতালের দূরত্ব দুই কিলোমিটার। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তের হামলার পর স্ত্রী ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বাড়ির নিচে একটি অটোরিকশার কাছে দাঁড়িয়ে ছিলেন এবং ঘরের একজন পরিচারীকার সঙ্গে কথা বলছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাত ২টা নাগাদ নিজ বাড়িতে এলোপেতারি ছুরিকাঘাতের শিকার হন সাইফ। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, অভিনেতার বাড়ির এক পরিচারীকার পরিচিত কেউই কুঁপিয়েছেন অভিনেতাকে।

আরও পড়ুন: সাইফ আলির শরীরে ৬ বার ছুরিকাঘাত, নিরাপদে কারিনা

হাসপাতালে ভর্তির পর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে অভিনেতার। শরীর থেকে ছুরির অংশ বের করেছেন চিকিৎসকরা। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - অপরাধ