রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

রিলিজ হলো মেজবা শরীফের নতুন গান “ভাবনা”

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৫ ৭:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

মোহাম্মদ আলীর লিখায়, নিজের সুরে ও কণ্ঠে “ভাবনা” নামক ডুয়েট গান প্রকাশ করছেন মেজবা শরীফ। সঙ্গে গেয়েছেন ভারতের অন্বেষা এবং মডেলিং এ অন্তরা ইসলাম। সঙ্গীতে ছিলেন রেজওয়ান শেখ। গানটি চ্যানেল১১ থেকে রিলিজ হয়েছে।

উল্লেখ্য স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : অনুরূপ আইচের লিখায় “আমি তোমার মন” সাথে ডুয়েট গেয়েছেন কণ্ঠশিল্পী বৃষ্টি অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” এবং “ফটো”, ” মনের স্মার্টফোন”, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু।

এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”, সালাহ উদ্দীন সাগরের লিখা এবং আহমেদ সজীবের সুরে “বোঝেনা সে বোঝেনা”, এম আই মাসুমের লিখা এবং সুর সঙ্গীতে “শুধু আমার”।

কবির বকুলের লিখায় নিশ্বাসে বিশ্বাসে সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। আখি চৌধুরীর লিখায় এবং মিলন খানের সুর সঙ্গীতে ” প্রেম”। এ ছাড়াও” কার মায়াতে” গান।

তাছাড়াও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়”,”কথা জমে থাক”, “দূর কোন দেশে”, ” অনেক তো হলো” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।

সর্বশেষ - অপরাধ