শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

সিলেটে গিয়েও হেরে গেলেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ

Spread the love

দূরত্ব ২৫০ কিলোমিটার হলেও বিপিএলে ঢাকা ও সিলেটের ভাগ্য রেল লাইনের মতই সমান্তরাল। দুই দলই টানা হারছে। কিং খান শাকিব খানের মালিকানায় আসার পর দূর্দান্ত থেকে ক্যাপিটালসে রূপান্তরিত হলেও ঢাকা ফ্র্যাঞ্চাইজির ভাগ্য বদলায়নি। টানা হারে পয়েন্টের দেখা পাচ্ছিলই না লিটন মোস্তাফিজদের ঢাকা। সিলেট স্ট্রাইকার্সও নিজেদের মাঠে হেরেই চলছিল। 

আজ এই দুই হারতে থাকা দলের দ্বৈরথের জয়ী দলের নাম সিলেট। ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা ঢাকাকে হারিয়েছে ৩ উইকেটে।

সাদা বলে লিটন দাসের ফর্ম রীতিমত দুঃস্বপ্নের মত। বাংলাদেশের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ৬ ইনিংসের ভেতর জোড়াশুন্য,সর্বোচ্চ ইনিংস ১৪ রানের! এরপর শুরু হল বিপিএল, ৩১ রানের ইনিংস দিয়ে শুরুর পর ০,২ এবং ৯। ব্যর্থতার বৃত্ত ভেঙ্গে লিটন করেছেন এবারের বিপিএলে তার প্রথম হাফসেঞ্চুরি। ৪৩ বলে ৭৩ রানের ইনিংস। ১০টা চার, একটা ছক্কা। সিলেটে যে হারে রান হচ্ছে, তাতে খুব অসাধারণ কোন কিছু নয়। তবে এই ইনিংসটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে লিটনকে।অবশ্য আউটটা হয়েছেন লিটনের মতই। রাহকিম কর্নওয়ালের সোজা আসা বলে স্লগ সুইপ মারতে গিয়েছিলেন। ব্যাটে বল লাগেনি, বোলারের আবেদনে আঙ্গুল তুলেছেন আম্পায়ার। লিটন রিভিউ নিয়েছিলেন, কেন নিলেন তিনিই জানেন। পা উইকেট সোজা ছিল, ইনসাইড এজ হলে ব্যাটসম্যানের তো বোঝারই কথা। রিভিউতে ধোপে টেকেনি লিটনের আবেদন। ৭৩ রানে আউট হয়ে যখন ফিরছেন তখনও ম্যাচের ২১ বল বাকি, একটু সামলে খেললে পেতে পারতেন সেঞ্চুরিও।

লিটনের মতই বহুদিন পর বিস্মৃতির অতল থেকে নিজেকে জানান দিলেন মুনিম শাহরিয়ার। অল্পকিছু ম্যাচে জাতীয় দলের হয়ে একসঙ্গে নেমেছিলেন দুজনে। জাতীয় দলে মুনিমের ক্যারিয়ারটা ডানা মেলেনি। ভাল কাটেনি গত বিপিএলে করেছিলেন মোটে ২৮ রান,সেটাও ৪ ম্যাচে। এবার সুযোগ পেয়েই হাফসেঞ্চুরি। ৪৭ বলে ৫২ রানের ইনিংস। ৭ বাউন্ডারি আর ১ ছক্কায়। সঙ্গে সাব্বির রহমানের ২৩ আর থিসারা পেরেরার ১৮ রানে ঢাকা পৌঁছে যায় ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৯৩ রানে। ২৭রানে ৩ উইকেট রাহকিম কর্নওয়ালের।

১৯৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই কর্নওয়াল আউট।পরের ওভারের শেষ বলে আউট জর্জ মুনসে। হোঁচট খাওয়া সিলেটকে টানছেন জাকির হাসান, ২৭ বলে ৫৮ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন। তবে অ্যারন জোনস (১৪) এর ইনিংসটা আরেকটু বড় হলে সিলেটের ভাগ্যটা সুপ্রসন্ন হত। ১১ বলে ১১ রান করে আউট হয়েছেন নাহিদুল ইসলাম।

জাকের আলি অনিক ও রনি তালুকদার মাঝে ছোট একটা জুটি গড়েছিলেন। শেষে অধিনায়ক আরিফুল হক ১৫ বলে ২৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছান।

সর্বশেষ - বিনোদন