উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেল থেকে পাওয়া একটি ছবিতে এ দৃশ্য দেখা যায়। এ সময় তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে সাত বছর পর মায়ের সঙ্গে দেখা হলো ছেলের।
গতকাল মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে রাত ৮টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল নামে। পথে পথে জড়ো হন হাজারো নেতাকর্মী। এতে গাড়িবহরের গতি মন্থর হয়ে যায়। সড়কে প্রবল যানজটও দেখা দেয়।
এর প্রায় আড়াই ঘণ্টা পর রাত ১০টা ৫১ মিনিটের দিকে গাড়িবহরটি বিমানবন্দরে প্রবেশ করে। এর আগেই বিশেষ প্রক্রিয়ায় খালেদা জিয়ার ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। তবে বিমানবন্দরে দেরিতে পৌঁছানোয় খালেদা জিয়ার ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। দুইবার ফ্লাইটের সময়