বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

বাদী চেনেন না আসামিকে, গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো অধ্যক্ষকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

Spread the love

মুন্সিগঞ্জের ‘গজারিয়া কলিম উল্লাহ কলেজ’ এর অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে আটক করে ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে মামলার বাদী চেনেন না তাকে।

মোনতাজ উদ্দিন মর্তুজা (৫৩) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ললাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে গজারিয়া কলিম উল্লাহ কলেজ অভ্যন্তরে অবস্থানকালে ওই শিক্ষককে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কলেজের অধ্যক্ষের পদ নিয়ে মোনতাজ উদ্দিন মর্তুজার সাথে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গজারিয়া কলিম উল্লাহ কলেজ পরিচালনার জন্য অস্থায়ী অ্যাডহক কমিটি ২০২৪ সালের অক্টোবরে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়। পরে সেই আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন অধ্যক্ষ। শুনানি শেষে আদালত সাময়িক বরখাস্তের আদেশটি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে বহিষ্কারের পন্থা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন।

অধ্যক্ষ অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা বলেন, আমি একজন শিক্ষক। আমি কেন কার্যালয় ভাঙচুর করতে যাব! আমি সোনারগাঁও উপজেলার যে এলাকায় বসবাস করি সেখান থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর করতে চর বলাকী গিয়েছি বিষয়টা হাস্যকর। আমার জীবনে আমি কোনোদিন ওই গ্রামে যাইনি। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

চর বলাকী এলাকায় অবস্থিত ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার বাদী মো. মাহফুজ বলেন, আমি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে চিনি না। পুলিশের সাথে হয়তো কোনও সমস্যা করেছে সেজন্য পুলিশ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। গত বছরের ২৩ নভেম্বর চর বলাকী গ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুর চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানে বহিরাগত কেউ ছিল না।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, হোসেন্দী ইউনিয়নে চর বলাকী গ্রামে ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এটা জানি।  মামলার বাদী কেন আসামিকে চিনে না? এই প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

সর্বশেষ - বিনোদন