হবিগঞ্জের চুনারুঘাট থেকে নিখোঁজের তিন দিন জহুর আলী (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভারতের খোয়াই জেলার গৌড়নগর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
জহুর আলী গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের মনসুর উল্লার ছেলে। ৫ জানুয়ারি নিখোঁজ হন তিনি।
ভারতের খোয়াই শহরের সাংবাদিক আশিষ চক্রবর্তী জানান, মঙ্গলবার সকালে খোয়াই থানা পুলিশ সীমান্ত গ্রাম গৌর নগরের রাস্তার পাশে একটি পাকা দেয়ালে ঠেস দিয়ে বসে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাত নেই। মৃতদেহটি পুলিশ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, খোয়াই মহকুমার তিনটি থানা এলাকায় এমন মানুষ নিখোঁজের কোনো ডাইরি হয়নি।৭২ ঘণ্টা অপেক্ষার পর মরদেহটি বেওয়ারিস হিসেবে সৎকার করা হবে।
এদিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তিনদিন আগে জহুর আলী বাড়ি থেকে নিখোঁজ হন। ভারতে পাওয়া মরদেহটি জহুর আলীর বলে নিশ্চিত হওয়া গেছে। লাশ ফেরত আনার চেষ্টা চলছে।