জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানকে নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অঞ্জনা এমন এক পরিবার থেকে সে উঠে এসেছে যেটা আমাদের কল্পনার বাইরে, সে হিন্দু পরিবারের মেয়ে ছিল পরবর্তীতে মুসলিম হয়েছে।’
অঞ্জনাকে পরীর সঙ্গে তুলনা করে ইলিয়াস বলেন, ‘আমার জীবনে প্রথম নায়িকা দেখেছি অঞ্জনাকে যখন ‘দস্যু বনহুর’ ছবির শুটিং চলছিল। আমি প্রথম ওনাকে দেখার পর আমার মনে হয়েছে যে, মানুষ কীভাবে এত সুন্দর হয়। আমার কাছে তাকে মানুষ মনে হয়নি। সে তো ছিল পরীর মতো ।’
তার কথায়, ‘সারাটা জীবন অঞ্জনা চলচ্চিত্রে থেকেছে, চলচ্চিত্রের জন্য কথা বলেছে। তার যতটুকু করা দরকার চলচ্চিত্রের জন্য সেভাবে করেছে। তবে আমরা কতটুকু সেভাবে তাকে মূল্যয়ন করেছি সেটা বিচার-বিবেচনার বিষয়।’

