শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন তো বুমরাহ? 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

Spread the love

সময়টা এখন জাসপ্রিত বুমরাহর। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ব্যাটিং অর্ডারের অবস্থা ভালো নয় মোটেই। তবে দলকে কক্ষপথে অজিদের বিপক্ষে লড়াইয়ের রসদ জুগিয়ে যাচ্ছেন ওই এক বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফি তো বটেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত যাবে কি যাবে না, সেটাও বলতে গেলে নির্ভর করছে বল হাতে বুমরাহ কেমন করেন তার ওপর। 

চলতি সিরিজে পেয়েছেন সর্বোচ্চ ৩২ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের। আর কেউই চলতি সিরিজে ২০ উইকেটও পাননি। এমন অবস্থাতেই দ্বিতীয় ইনিংসে জাসপ্রিত বুমরাহকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের পরেই বেরিয়ে যান বুমরাহ। ড্রেসিংরুমে তাকে পরীক্ষা করেন ভারতীয় দলের চিকিৎসক। ইনজুরির শঙ্কায় স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর চা-বিরতির সময় সাজঘরে ফেরেন। তখন অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায়। তাই বুমরাহকে বল বা ফিল্ডিং করার প্রশ্ন ছিল না। দিনের খেলা শেষের পর বুমরাহের চোট নিয়ে কথা বললেন দলের বোলার প্রাসিধ কৃষ্ণা। 

‘বুমরাহ পিঠের পেশিতে চোট পেয়েছে। চিকিৎসকেরা আপাতত ওকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।’ তবে বুমরাহ পরের ইনিংসে বল করতে পারবেন কি না, সে ব্যাপারে কোনও উত্তর দিতে পারেননি প্রাসিধ।

যদিও টাইমস অব ইন্ডিয়া বলছে, দলের প্রয়োজনে ব্যাট করার মতো অবস্থায় থাকলেও বোলার হিসেবে বুমরাহ খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা আছে। রোববার সকালেই কেবল বোঝা যাবে তার অবস্থা ঠিক কেমন। ব্যাথা কমলেই কেবল ভারত অধিনায়ককে দেখা যাবে বোলিং করতে। পত্রিকার ভাষ্য অনুযায়ী, এই মুহূর্তে মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে আছেন বুমরাহ। 

সিডনি টেস্টে এখনও তিনদিন বাকি। তবে আজ দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতন ভিন্ন আভাসই দিচ্ছে। টার্গেট দেওয়ার লক্ষ্যে ভারত দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করেছে ৬ উইকেটে ১৪১ রান, তাদের লিড ১৪৫ রান। প্রথম ইনিংসে ভারত ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর, অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ১৮১ রানে। ফলে সফরকারীরা ৪ রানের লিড পায়।

বুমরাহ লাঞ্চের পর এক ওভার করে উঠে গেলেও শিকার করেছিলেন দুই উইকেট। তার অনুপস্থিতিতে ৩টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ এবং প্রাসিধ কৃষ্ণা। আর দুই উইকেট নীতিশ রেড্ডির। 

সর্বশেষ - অপরাধ